ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ বিএসএফের বুমরাহ-শামিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের ১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: তারেক রহমান সংস্কার দরকার, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে: ফখরুল গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান শরীফ উদ্দিনের নেতৃত্বে বিএনপির নেতা কর্মিরা পুর্ণঃউদ্যেমে আরো শক্তিশালী হয়ে উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের চেষ্টা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

তানোরে দুই সন্তানের জনকের হাত ধরে উধাও ২ সন্তানের জননী

আশরাফুল আলম , তানোর থেকেঃ
  • আপডেট সময় : ০৯:২৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে ধান ব্যবসায়ীর হাত ধরে অজানার উদ্যোশ্যে পাড়ি দিয়েছেন ২ সন্তানের জননী এক গৃহবধূ। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে, তানোর উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির) দরগাডাঙ্গা ও ঘৃতকাঞ্চন এলাকায়।

এঘটনায় ওই গৃহবধুর স্বামী ময়ান উদ্দিন গত শনিবার তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে স্ত্রী উধাও হওয়ার সময় সোনা ও টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তার স্বামী।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা বাজারের ধান ব্যবসায়ী দুই সন্তানের জনক আলমগীরের সাথে একই এলাকার ঘৃতকাঞ্চন গ্রামের ময়ান উদ্দিনের স্ত্রী দুই সন্তানের জননী লাবনী বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। পরকীয়া প্রেমকে পরিপূর্ণতা দিতে আলমগীর লাবনী বেগমকে নিয়ে গত শুক্রবার দিবাগত রাতে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া জুগলকে খুজে পাওয়া যায়নি। প্রেমিক আলমগীরের ব্যবহিত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা জানান, আলমগীরের সংসার দুটি মেয়ে সন্তান ও লাবনী বেগমের দুটি সন্তান রয়েছে। তারা তাদের সন্তানদের রেখে পালিয়েছেন। তারা তো প্রেম লিলায় আনন্দে সময় পার করছেন, কিন্তু সন্তানদের কি হবে একবার ভাবেনি। তাদেরও প্রেম লীলা শেষ হবে যখন কলহ বিবাদ শুরু হবে। আসলে গ্রামে এসব এখন বেশি হচ্ছে কারন একটাই কলকাতার সিরিয়াল, ক্রাইম এলার্ট দেখে জীবনে বাস্তব রুপ দিচ্ছে সন্তানের পিতা মাতারা।

আবার এঘটনা রফাদফা করতে উঠেপড়ে লেগেছেন মেম্বার নাজিমুদ্দিন। উভয়ের পরিবারের লোকজন জানান, যারা এবয়সে সন্তান রেখে স্বামীর সুখোর সংসার ভেঙ্গে ফেলে তারা কখনো সংসার করতে পারেনা। আলমগীর দুই মেয়ে স্ত্রী রেখে লাবনী বেগমকে নিয়ে পালিয়ে গেল। আর লাবনী এক পুত্র সন্তান এক মেয়ে সন্তান রেখে উধাও হয়ে গেল।

তাদের ৬ টি জীবন ও দুটি সংসার তছনছ হল। সারা জীবন সন্তানদের অপবাদ সইতে হবে। আর এসব সন্তানরাই ভয়ংকর হয়ে উঠে। এদের আইনের আওতায় এনে কঠোর সাজা দিলে যদি সমাজ থেকে এধরনের পরকীয়া বন্ধ হয়।

মেম্বার নাজিমুদ্দিন জানান, তাদেরকে খুজে পাওয়া যাচ্ছেনা। থানায় অভিযোগ করেছে লাবনীর স্বামী ময়ান উদ্দিন বলে এড়িয়ে যান তিনি।

ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে, টাকা ও সোনার গহনা নিয়ে গেছে লাবনী বেগম মর্মে তার স্বামী অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে দুই সন্তানের জনকের হাত ধরে উধাও ২ সন্তানের জননী

আপডেট সময় : ০৯:২৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

রাজশাহীর তানোরে ধান ব্যবসায়ীর হাত ধরে অজানার উদ্যোশ্যে পাড়ি দিয়েছেন ২ সন্তানের জননী এক গৃহবধূ। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে, তানোর উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির) দরগাডাঙ্গা ও ঘৃতকাঞ্চন এলাকায়।

এঘটনায় ওই গৃহবধুর স্বামী ময়ান উদ্দিন গত শনিবার তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে স্ত্রী উধাও হওয়ার সময় সোনা ও টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তার স্বামী।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা বাজারের ধান ব্যবসায়ী দুই সন্তানের জনক আলমগীরের সাথে একই এলাকার ঘৃতকাঞ্চন গ্রামের ময়ান উদ্দিনের স্ত্রী দুই সন্তানের জননী লাবনী বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। পরকীয়া প্রেমকে পরিপূর্ণতা দিতে আলমগীর লাবনী বেগমকে নিয়ে গত শুক্রবার দিবাগত রাতে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া জুগলকে খুজে পাওয়া যায়নি। প্রেমিক আলমগীরের ব্যবহিত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা জানান, আলমগীরের সংসার দুটি মেয়ে সন্তান ও লাবনী বেগমের দুটি সন্তান রয়েছে। তারা তাদের সন্তানদের রেখে পালিয়েছেন। তারা তো প্রেম লিলায় আনন্দে সময় পার করছেন, কিন্তু সন্তানদের কি হবে একবার ভাবেনি। তাদেরও প্রেম লীলা শেষ হবে যখন কলহ বিবাদ শুরু হবে। আসলে গ্রামে এসব এখন বেশি হচ্ছে কারন একটাই কলকাতার সিরিয়াল, ক্রাইম এলার্ট দেখে জীবনে বাস্তব রুপ দিচ্ছে সন্তানের পিতা মাতারা।

আবার এঘটনা রফাদফা করতে উঠেপড়ে লেগেছেন মেম্বার নাজিমুদ্দিন। উভয়ের পরিবারের লোকজন জানান, যারা এবয়সে সন্তান রেখে স্বামীর সুখোর সংসার ভেঙ্গে ফেলে তারা কখনো সংসার করতে পারেনা। আলমগীর দুই মেয়ে স্ত্রী রেখে লাবনী বেগমকে নিয়ে পালিয়ে গেল। আর লাবনী এক পুত্র সন্তান এক মেয়ে সন্তান রেখে উধাও হয়ে গেল।

তাদের ৬ টি জীবন ও দুটি সংসার তছনছ হল। সারা জীবন সন্তানদের অপবাদ সইতে হবে। আর এসব সন্তানরাই ভয়ংকর হয়ে উঠে। এদের আইনের আওতায় এনে কঠোর সাজা দিলে যদি সমাজ থেকে এধরনের পরকীয়া বন্ধ হয়।

মেম্বার নাজিমুদ্দিন জানান, তাদেরকে খুজে পাওয়া যাচ্ছেনা। থানায় অভিযোগ করেছে লাবনীর স্বামী ময়ান উদ্দিন বলে এড়িয়ে যান তিনি।

ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে, টাকা ও সোনার গহনা নিয়ে গেছে লাবনী বেগম মর্মে তার স্বামী অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।