তানোরে খাল পুর্ণখনন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে
- আপডেট সময় : ০৩:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে খাল পুর্ণখনন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গুড়ইল খালের মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খাল খনন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
চককাজী জিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি প্রাইভেট লিমিটেডের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান।
তানোর উপজেলা আ’ লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, গোদাগাড়ী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শফিকুল ইসলাম, কৃষ্ণপুর গ্রামের মসজিদের প্রেস ইমাম প্রমুখ।
এসময় সমিতির সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চককাজী জিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি প্রাইভেট লিমিটেডের তত্বাবধায়নে রক্ষানাবেক্ষকের আওতায় গুড়ইল থেকে কাজী জিয়া পর্যন্ত পোনে ৫ কিলোমিটার খাল প্রায় ২৭ লাখ টাকা ব্যায়ে পুনর্খনন করা হবে।