তানোরে আকচা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলার আকচা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন।
বিদ্যালয ম্যানেজিং কমিটির সভাপতি ও তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আ’ লীগ নেতা আবুল বাসার সুজন।
তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ওহাব হোসেন লালু, কালীগন্জ হাট ডিগ্রী কলেজের অধ্যাপক খলিলুর রহমান।
তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপন্থিত ছিলেন।
এসময় সমাজ সেবক ও আ’ লীগ নেতা আবুল বাসার সুজন তার ব্যক্তিগত তহবিল থেকে গত বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মোবাইল ফোন উপহার দেন।