তানোরে আদিবাসীর ৮০ হাজার টাকা নিয়ে পালানোর সময় পুলিশ পরিচয়ধারী আটক
- আপডেট সময় : ০৬:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে পুলিশ পরিচয় দিয়ে এক আদিবাসীর বাড়ি থেকে ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
অপর দিকে টাকাসহ অপর ২ সহযোগী পলাতক পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে তানোর পজেলার সরনজাই ইউপির লবলবি গ্রামে।
এঘটনায় তানোর উপজেলার লবলবী আদিবাসী পাড়ার লগেন টুডুর ছেলে শামিল টুডু বাদী হয়ে ৩ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত বুধবার বিকাল ৬টার দিকে তানোর পৌর এলাকার সিন্ধুকাই গ্রামের আমির উদ্দিনের পুত্র আকতারুজ্জামান আক্তার (২৮)সহ ৩জন মোটরসাইকেল নিয়ে শামিল টুডুর বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে সমিতি থেকে উত্তোলন করা ৮০ হাজার টাকা চাই।
টাকা না দিলে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায় ওই ৩যুবক।
এসময় ভয়ে তারা সমিতি থেকে উত্তোলন করা ৮০ হাজার টাকা তাদের হাতে তুলে দিয়ে তানোর উপজেলার তাতিহাটি মোড়ে থাকা আত্নীয়কে ফোনে বিষয়টি অবহিত করেন।
এসময় তানোর উপজেলা তাতিহাটি মোড়ের লোকজন তাদের মটরসাইকেল রোধ করতে চাইলে টাকা নিয়ে ২যুবক পালিয়ে যায়।
এসময় জনতা আখতারুজ্জামানকে আটক করে তানোর থানা পুলিশকে খবর দিলে তানোর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আখতারুজ্জামান আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, খোয়া-যাওয়া ৮০ হাজার টাকা ও বাকি দুই আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।