ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে শুরু হচ্ছে ৩ লাখ শিক্ষার্থীর ভর্তির লড়াই

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে

দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ। আগামীকাল শনিবার (২৯ এপ্রিল) চারুকলা ইউনিটের মাধ্যমে শুরু হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি। এবার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় তিন লাখ শিক্ষার্থী। এর বিপরীতে সিট খালি রয়েছে প্রায় ছয় হাজার। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন শিক্ষার্থী লড়াই করবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন খালি রয়েছে।

এর মধ্যে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৮৫১টি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা দুই হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে জন্য এক হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে। ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৫০টি। এরমধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে। আর চারুকলা ইউনিটে মোট আসন সংখ্যা ১৩০টি।

এবারের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে, যা এত দিন পাঁচটি ইউনিটের অধীন হয়ে এসেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষাকে এখন থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে অভিহিত করা হবে।

শনিবার (২৯ এপ্রিল) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। চারুকলা ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটে ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। অন্যান্য ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষায় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষায় ৪৫ মিনিট সময় ঠিক করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান, ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার সময়ে নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশার কথা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাবিতে শুরু হচ্ছে ৩ লাখ শিক্ষার্থীর ভর্তির লড়াই

আপডেট সময় : ১০:০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ। আগামীকাল শনিবার (২৯ এপ্রিল) চারুকলা ইউনিটের মাধ্যমে শুরু হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি। এবার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় তিন লাখ শিক্ষার্থী। এর বিপরীতে সিট খালি রয়েছে প্রায় ছয় হাজার। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন শিক্ষার্থী লড়াই করবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন খালি রয়েছে।

এর মধ্যে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৮৫১টি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা দুই হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে জন্য এক হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে। ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৫০টি। এরমধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে। আর চারুকলা ইউনিটে মোট আসন সংখ্যা ১৩০টি।

এবারের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে, যা এত দিন পাঁচটি ইউনিটের অধীন হয়ে এসেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষাকে এখন থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে অভিহিত করা হবে।

শনিবার (২৯ এপ্রিল) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। চারুকলা ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটে ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। অন্যান্য ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষায় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষায় ৪৫ মিনিট সময় ঠিক করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান, ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার সময়ে নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশার কথা জানান।