ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে ভোটের আগে, ভোরে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সোমবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোয়া তিন লাখ ভোটারের এ আসনে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় নজর রাখবে সিইসি ও নির্বাচন কমিশনাররা।

ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত রাজধানীর এই আসনের উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ অধিকাংশ দলই নেই। ফলে সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে তেমন সাড়াও চোখে পড়েনি। ফলে সাম্প্রতিক বিভিন্ন নির্বাচন থেকে এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

তবে ইসি সচিব জাহাংগীর আলমের প্রত্যাশা, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে’ একটি সুষ্ঠু নির্বাচন তারা ‘জাতিকে উপহার’ দিতে পারবেন।

সকালে ভোট শুরুর সময় ঢাকা ক্যান্টনমেন্টের শিশুমঙ্গল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার আছেন কেবল দুজন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্দুল মুকীত বলেন, তার কেন্দ্রে চারটি বুথে ২৪০৯ জন পুরুষ ভোটার ভোট দেবেন।

কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. মামুন বলেন, “যথেষ্ট সংখ্যক পুলিশ ও আনসার সদস্য রয়েছে। কোনো ধরনের ঝামেলা নেই এখানে।”

চিত্রনায়ক ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে। এতে বিজয়ী কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করবেন। কেননা তার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

নির্বাচন কমিশন ভোটগ্রহণের সব প্রস্তুতি গুছিয়ে আনার পর রোববার সন্ধ্যায় সিইসি হাবিবুল আউয়াল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।

ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই স্কুল ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কেন্দ্র হয়ে যাবে বিকালের পর। এখান থেকেই রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় : ০৮:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে ভোটের আগে, ভোরে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সোমবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোয়া তিন লাখ ভোটারের এ আসনে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় নজর রাখবে সিইসি ও নির্বাচন কমিশনাররা।

ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত রাজধানীর এই আসনের উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ অধিকাংশ দলই নেই। ফলে সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে তেমন সাড়াও চোখে পড়েনি। ফলে সাম্প্রতিক বিভিন্ন নির্বাচন থেকে এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

তবে ইসি সচিব জাহাংগীর আলমের প্রত্যাশা, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে’ একটি সুষ্ঠু নির্বাচন তারা ‘জাতিকে উপহার’ দিতে পারবেন।

সকালে ভোট শুরুর সময় ঢাকা ক্যান্টনমেন্টের শিশুমঙ্গল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার আছেন কেবল দুজন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্দুল মুকীত বলেন, তার কেন্দ্রে চারটি বুথে ২৪০৯ জন পুরুষ ভোটার ভোট দেবেন।

কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. মামুন বলেন, “যথেষ্ট সংখ্যক পুলিশ ও আনসার সদস্য রয়েছে। কোনো ধরনের ঝামেলা নেই এখানে।”

চিত্রনায়ক ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে। এতে বিজয়ী কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করবেন। কেননা তার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

নির্বাচন কমিশন ভোটগ্রহণের সব প্রস্তুতি গুছিয়ে আনার পর রোববার সন্ধ্যায় সিইসি হাবিবুল আউয়াল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।

ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই স্কুল ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কেন্দ্র হয়ে যাবে বিকালের পর। এখান থেকেই রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করবেন।