• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান ড. হাফিজ

দেশের আওয়াজ ডেস্কঃ / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৬ মার্চ, ২০২৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান।

রোববার (৫ মার্চ) বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ) মো. শফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবির শিক্ষক ড. হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সম্মানিত সদস্য ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান হিসেবে ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ