সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের

দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৯:৪৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শনিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।
শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পাশে একটি মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে।
সম্প্রতি সুইডেনে কট্টর ডানপন্থী কর্তৃক তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এরপর নেদারল্যান্ডসের হেগেও কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।