ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ৯ জন ও আ’লীগ প্যানেলে ৩ জনের জয়
- আপডেট সময় : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ৯ জন ও আ’লীগ প্যানেলে ৩ জন বিজয় লাভ করেছে।
রবিবার (৯ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি হলরুমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে ৯ জন এবং আ’লীগ সমর্থিত প্যানেলে ৩ জন নির্বাচিত হন। বিএনপি প্যানেলে নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এ্যাড. মো: আব্দুল হালিম, সহ সভাপতি পদে এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. মো: মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: জয়নাল আবেদীন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী পদে এ্যাড. ফজলে আলম, লাইব্রেরি সেক্রেটারী পদে এ্যাড. মো: আয়েজুল ইসলাম, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী পদে এ্যাড. মো: শাহজাহান কবির, সদস্য পদে এ্যাড. আব্দুর রাজ্জাক, এ্যাড. মো: রায়হান আলী রায়হান নির্বাচিত হন।
অপরদিকে আ’লীগ সমর্থিত প্যানেলে ট্রেজারার সেক্রেটারী পদে এ্যাড. মো: জামেদুল হক, সদস্য পদে এ্যাড. মো: আশিকুর রহমান ও এ্যাড. মো: ফেরদৌস হাসান নির্বাচিত হন।
নির্বাচনে কমিশনারের দায়িত্বে পালন করেন, এ্যাড. মো: আব্দুল হামিদ, এ্যাড. আশরাফুল হাসান ও এ্যাড. মামুন আলম। নির্বাচনে মোট ২২৩ জনের মধ্যে ২১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।