ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজারে শীর্ষে বাবর

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ সময় কাটাচ্ছেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ব্যাট হাতে ধারাভিকভাবে পারফর্ম করে চলেছেন তাঁর দল পেশোয়ার জালমির হয়ে। আসরে নিজের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকানোর পর আজও পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন বাবর। ব্যাট হাতে রানের ফুয়ারা ছুটিয়ে ক্রিস গেইল, বিরাট কোহলিদের ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ডও গড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান করার তালিকায় সবার শীর্ষে ওঠেছেন বাবর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে এই রেকর্ড গড়েছেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক।

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ২৭১ ইনিংস খেলেই এই রেকর্ড গড়েছেন বাবর। তাঁর আগে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইলের নামে। ক্যারিবীয় এই মারকুটে ব্যাটার ১০ হাজার রান করেছিলেন ২৮৫ ইনিংসে।

গেইলের পর এ তালিকায় দুইয়ে ছিলেন ভারতের কোহলি। তিনি ২৯৯ ইনিংস খেলে করেছিলেন ১০ হাজার রান। তবে বাবর শীর্ষে ওঠায় তিনে নেমে গেছেন তিনি।

টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করার তালিকায় আরও আছেন শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মানরো, জেমস ভিন্স, ডেভিড মিলার। এলিট এই ক্লাবের সবশেষ সদস্য হিসেবে যোগ দিয়েছেন বাবর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজারে শীর্ষে বাবর

আপডেট সময় : ০৯:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ সময় কাটাচ্ছেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ব্যাট হাতে ধারাভিকভাবে পারফর্ম করে চলেছেন তাঁর দল পেশোয়ার জালমির হয়ে। আসরে নিজের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকানোর পর আজও পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন বাবর। ব্যাট হাতে রানের ফুয়ারা ছুটিয়ে ক্রিস গেইল, বিরাট কোহলিদের ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ডও গড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান করার তালিকায় সবার শীর্ষে ওঠেছেন বাবর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে এই রেকর্ড গড়েছেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক।

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ২৭১ ইনিংস খেলেই এই রেকর্ড গড়েছেন বাবর। তাঁর আগে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইলের নামে। ক্যারিবীয় এই মারকুটে ব্যাটার ১০ হাজার রান করেছিলেন ২৮৫ ইনিংসে।

গেইলের পর এ তালিকায় দুইয়ে ছিলেন ভারতের কোহলি। তিনি ২৯৯ ইনিংস খেলে করেছিলেন ১০ হাজার রান। তবে বাবর শীর্ষে ওঠায় তিনে নেমে গেছেন তিনি।

টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করার তালিকায় আরও আছেন শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মানরো, জেমস ভিন্স, ডেভিড মিলার। এলিট এই ক্লাবের সবশেষ সদস্য হিসেবে যোগ দিয়েছেন বাবর।