টানা তিন জয় মাশরাফির সিলেটের, আবারও ব্যর্থ কুমিল্লা
- আপডেট সময় : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
মিরপুর বিপিএলের দিনের প্রথম ম্যাচে তৌহিদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটের হারাল সিলেট স্ট্রাইকার্স। আর তাতেই বিপিএলের নবম আসরে টানা তৃতীয় ম্যাচে জয় পেল মাশরাফিরা। এদিন শুরুতে ব্যাট করতে নেমে ১৪৯ রান তুলে কুমিল্লা। জবাবে নেমে ১৪ বল ও ৫ উইকেটে হাতে রেখে জয় নিশ্চিত হয় সিলেটের।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সিলেট। ৩ বলে ৬ রান তুলে ফেরেন ওপেনার মোহাম্মদ হ্যারিস। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমেই যেন মাঠে ঝড় তোলে তৌহিদ হৃদয়ের ব্যাট। প্রথমে তাকে সঙ্গ নাজমুল হোসেন শান্ত। তিনি ফেরেন ২১ বলে ১৯ রানে।
এরপর জাকির হাসানকে নিয়ে জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন হৃদয়। মাত্র বলে ২০ রান করে আউট হন জাকির। এদিকে দ্রুত অর্ধশতক পূরণের পর ৫৬ রানে আউট হন হৃদয়। ৮মাত্র ৩৭ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও চারটি ছয়ে সাজানো। থিসারা পেরেরা আউট হয়েছে ৮ রানে।
পরে আকবর আলিকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ২৪ বলে ২৭ রানে মুফি ও ২ বলে ১ রানে আকবর অপরাজিত থাকেন।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেটের দলনেতা মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ৪৬ রানেই হারায় ৩ উইকেট। লিটন দাস ৮ রানে, সৈকত আলি ২০ রান ও অধিনায়ক ইমরুল কায়েস ২ রানে সাজঘরের পথ ধরেন।
এরপর ডেভিড মালান ও জাকের আলির ব্যাটে চাপ সামলে এগোতে থাকে দল। এ সময় দুজন মিলে গড়েন ৫৪ রানের জুটি। তাতেই ভালো সংগ্রহের দিকে এগোতে থাকে ভিক্টোরিয়ান্সরা। ৩৭ রানে থিসারা পেরেরার বলে থামেন মালান। পরে মোসাদ্দেক হোসেন ৫ রানে ও মোহাম্মদ নবি ৮ আউট হন।
এদিকে শেষ পর্যন্ত খেলে যান জাকের আলি। ফিফটি পূরণের পর অপরাজিত থাকেন ৫৭ রানে। ৪৩ বলে খেলা তার এই ইনিংসটি ২ চার ও ৩ ছক্কায় সাজানো।
সিলেটের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও থিসারা পেরেরা। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও ইমাদ ওয়াসিম।