ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে নড়বড়ে ভারত

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২০ বার পড়া হয়েছে

আজ মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। ফাইনালের আগে এ যেন আরেক ফাইনাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে। এমন ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে ধুকছে ম্যান ইন ব্লুরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৮ রান।

আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ইনিংস শুরু করতে আসেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথম ওভার থেকে ৮ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। মাঠে ১ ওভার গড়ালে ফের বৃষ্টি বাধায় বন্ধ থাকে ম্যাচ।এরপর স্থানীয় সময় ১২টার কিছু আগে মাঠে নামে ক্রিকেটাররা। বৃ

ষ্টির পর খেলা শুরু হলে নাসিম খানের করা প্রথম বলেই চার হাঁকান কোহলি। তবে এক বলের ব্যবধানে আউট হন তিনি। উসমান খানের তালুবন্দী হওয়া কোহলির সংগ্রহ সাকুল্যে সেই ৪ রান। কোহলি সাজঘরে ফিরলে উইকেটে আসে ঋষভ পান্থ। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অধিনায়ক রোহিত।

তবে কোহলির পর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ম্যান ইন ব্লুদের অধিনায়কও। ইনিংসের তৃতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। যাবার আগে ১২ বলে ১৩ রান করেন রোহিত। এরপর তৃতীয় উইকেটে ব্যাট হাতে আসেন অক্ষর প্যাটেল।

তাকে সঙ্গে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন পান্থ। দুই জন মিলে ৩৯ রানের জুটি গড়েন। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি দলীয় ৫৮ রানে নাসিম শাহর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন অক্ষর। যাবার আগে ১৮ বলে ২০ রান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে নড়বড়ে ভারত

আপডেট সময় : ১১:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

আজ মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। ফাইনালের আগে এ যেন আরেক ফাইনাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে। এমন ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে ধুকছে ম্যান ইন ব্লুরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৮ রান।

আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ইনিংস শুরু করতে আসেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথম ওভার থেকে ৮ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। মাঠে ১ ওভার গড়ালে ফের বৃষ্টি বাধায় বন্ধ থাকে ম্যাচ।এরপর স্থানীয় সময় ১২টার কিছু আগে মাঠে নামে ক্রিকেটাররা। বৃ

ষ্টির পর খেলা শুরু হলে নাসিম খানের করা প্রথম বলেই চার হাঁকান কোহলি। তবে এক বলের ব্যবধানে আউট হন তিনি। উসমান খানের তালুবন্দী হওয়া কোহলির সংগ্রহ সাকুল্যে সেই ৪ রান। কোহলি সাজঘরে ফিরলে উইকেটে আসে ঋষভ পান্থ। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অধিনায়ক রোহিত।

তবে কোহলির পর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ম্যান ইন ব্লুদের অধিনায়কও। ইনিংসের তৃতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। যাবার আগে ১২ বলে ১৩ রান করেন রোহিত। এরপর তৃতীয় উইকেটে ব্যাট হাতে আসেন অক্ষর প্যাটেল।

তাকে সঙ্গে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন পান্থ। দুই জন মিলে ৩৯ রানের জুটি গড়েন। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি দলীয় ৫৮ রানে নাসিম শাহর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন অক্ষর। যাবার আগে ১৮ বলে ২০ রান করেন তিনি।