সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় গুদামে লাগা আগুন।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, শনিবার সকাল ১১টা ২০ মিনিটে টঙ্গী পূর্ব থানার পেছনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে গুদামে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এঘটনায় কেউ হতাহত হয়নি।