সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৩:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
জয়পুরহাটের আক্কেলপুর বেগুনবাড়ি রেলগেটে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক আতাউর রহমান নিহত হয়েছেন।শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। অনুমোদিত রেলগেট না হওয়ায় সেখানে গেটম্যান ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত অটোরিক্স চালক আতাউর রহমান (৪৮) আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মোতারব হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, অটোরিকশাটি রেলগেটে ওঠার পর উল্টে যায়। তখন চারজন নারী যাত্রী রেললাইনের পাশে পড়ে যায়। ট্রেন আসা দেখে চালক তার অটোরিকশাটি রেললাইনের ওপর থেকে সরাতে যান। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও ধাক্কায় চালকের মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল ইসলাম বলেন, বেগুনবাড়ি রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। এ কারণে সেখানে কোনো গেটম্যান নেই।