জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কাঁঠাল ইউনিয়নের নবগঠিত নেতৃবৃন্দের সাক্ষাৎ
- আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগ এর কমিটির সম্মেলন গত ১৫ ই মে সোমবার সফলভাবে সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পরদিন ১৬ই মে মঙ্গলবার জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচছা জানান। পরে মতবিনিমিয়ে মিলিত হয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ধরে রাখতে দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নেওয়ার আহবান জানান
মঙ্গলবার সন্ধ্যায় পৃথক -পৃথক ভাবে জেলা আওয়মী লীগ এর সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বাসায় গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রকির নেতৃত্বে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
এসময় দলের ত্যাগী নেতাকর্মীদের বাছাই করে নিয়ে কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ।
এসময় নবগঠিত কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সহ-সভাপতি পদে শেখ কবীর রায়হান,হারুন অর রশিদ, এমদাদুল হক,ওমর ফারুক, আব্দুর রশিদ সরকার,মোখলেছুর রহমান সরকার,শরীফ আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে-কারুল হাসান নয়ন,আমান উল্লাহ,সাংগঠনিক সম্পাদক পদে- আবদুল মতিন,শেখ মাসুদ রানা,দপ্তর সম্পাদক পদে ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে শাহরিয়ার হাসান অপুসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।