জায়েদের বিরুদ্ধে এফডিসিতে মিছিল
- আপডেট সময় : ১০:৪২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
ফের উত্তাল এফডিসি। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার পরই উত্তেজনা শুরু। আজ রোববার তা যেন বিস্ফোরিত হলো। জায়েদ খানের সদস্যপদ স্থগিতে সন্তুষ্ট নয় একটি পক্ষ। তারা চান তার সদস্যপদ বাতিল হোক। এ দাবিতে এফডিসি প্রাঙ্গণে হলো মিছিল।
‘আমারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যে’র ব্যানারে বেশকিছু লোকজন অংশ নেন এ মিছিলে। ব্যানারে লেখা, শিল্পী সমিতি থেকে ১৮৪ জন শিল্পীকে বাদ দেওয়াসহ জায়েদ খান বিভিন্ন সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বিএফডিসি নিয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে এবং গণমাধ্যমে উস্কানিমূলক কথা বার্তা বলায় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। দুর্নীতিবাজ জায়েদ খানের সদস্যপদ বাতিলের দাবি জানাচ্ছি।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘জায়েদ খানের সদস্যপদ বাতিল চাই’, ‘জায়েদ খানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
আজ রোববার বিকেল চারটায় জায়েদ খানের সদস্যপদ স্থগিত প্রসঙ্গে সংবাদ সম্মেলন ডেকেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এদিকে জায়েদও থেমে নেই। এরইমধ্যে তিনি শিল্পী সমিতি থেকে তাকে দেওয়া কারণ দর্শানোর চিঠির জবাব দিয়েছেন। সেইসঙ্গে সদস্যপদ বাতিল হলে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন জায়েদ।