জামায়াতের নৈরাজ্য কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না : ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৮:৫৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
জামায়াত শিবিরের অতীতের নৈরাজ্য পুনরায় করতে চাইলে সেটা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারূক।
শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
কমিশনার বলেন, শুক্রবার মিছিল করে পুলিশের উপর হামলার ঘটনায় ইন্ধনদাতা সকলকেই গ্রেপ্তার করা হবে। পুলিশের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। জামায়াত শিবিরের সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি বলেন, জামাত-শিবিরের নৈরাজ্য ফিরে আসতে দেব না। জামাত শিবিরের অতীতের নৈরাজ্য ফিরে আসুক এটা কোনমতে মেনে নেব না। আমাদের যত আইননুগ পদক্ষেপ গ্রহণ করা দরকার তা গ্রহণ করব।
জামাতের অতীতের কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে ডিএমপি কমিশনার বলেন, গাইবান্ধায় দেখেছি আমাদের ফাঁড়িতে আগুন দিয়ে জীবন্ত পুলিশ সদস্যকে তারা পুড়িয়ে মেরেছিলো। এরা অতীতে সন্ত্রাসী কর্মকান্ড করেছিল সেই ধারাবাহিকতায় আমি মনে করি তারা আবারও গতকালের কর্মকান্ডের মাধ্যমে অতীতের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ মোড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পুলিশের নিষেধ অমান্য করে গণমিছিল করে। এ সময় জামাত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।