জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আর নেই
- আপডেট সময় : ০৫:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২মে) রাতে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী কামরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি জানিয়েছেন, রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কামরুল ইসলাম মারা যান। গ্রামের বাড়ি নোয়াখালীতে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে অবসরে যাওয়া সাংবাদিক কামরুল ইসলামের মৃত্যুতে তার দীর্ঘদিনের সহযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সদ্য প্রয়াত কামরুল ইসলাম বাসসের বার্তা সম্পাদক, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য ছিলেন।
পরিবেশ বিষয়ক সাংবাদিকতা করায় জলবায়ু সংক্রান্ত ইস্যুতে নানাভাবে কাজ করেছেন কামরুল ইসলাম চৌধুরী।