সংবাদ শিরোনাম ::
ছাতকে যুবলীগ নেতা লায়েক খুন, পৌর কাউন্সিলরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
ফজল উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিবেদকঃ
- আপডেট সময় : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া হত্যার ঘটনার ৩দিন পর শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত লায়েকের ছোট ভাই আজিজুল ইসলাম বাদী দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামী করা হয়েছে পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ (জংলীগড়) এলাকার বাসিন্দা তাজ উদ্দিনের ছেলে আব্দুল কদ্দুস শিপলুকে। এছাড়াও মামলায় পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর তাপস চৌধুরী, এমপি মুহিবুর রহমান মানিকের ভাতিজা তানভির রহমানসহ ১৮ জনকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে ২৮ মার্চ মঙ্গলবার রাতে থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে উপর্যুপরি ছুরিকাঘাত করে লায়েক মিয়াকে হত্যা করে প্রতিপক্ষরা। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার দিন রাতে প্রধান আসামী শিপলুর দাদা এরশাদ আলী ও বাবা তাজ উদ্দিনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।