ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ছাতকে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

ফজল উদ্দিন, ছাতক প্রতিেবদকঃ
  • আপডেট সময় : ০৩:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ৩৬১ বার পড়া হয়েছে

ছাতকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার করেছে পু‌লিশ।
(গত ১৩ জানুয়ারি) শুত্রুবার সকালে উপজেলার পৌর শহরে এস আই আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে ছাতক পৌর শহরে ভোর রাত ০৫.০০ ঘটি কার সময় বাশখলা এলাকা থেকে এক বিশেষ অ‌ভিযান চা‌লিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার করেছে থানা পু‌লিশ। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার পৌর শহরে বাশখলা গ্রামের আরব আলীর পুত্র সালাম(২৫),একই গ্রামের আকবর আলীর পুত্র কাশেম(২৬), একই গ্রামের ফজর আলীর পুত্র লেচু মিয়া(৩২),কে পু‌লিশ
গ্রেপ্তার ক‌রতে সক্ষম হয়েছেন। পু‌লিশ সুত্রে জানায়,গ্রেপ্তারকৃত তিন ডাকাত‌ দলের সদস্যদের বিরুদ্ধে রয়েছে, বিদ্যুৎ এর এঙ্গেল চুরির এবং খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ ।মামলা নং-৪(০১)২০২৩, ধারাঃ ৩৭৯ দণ্ডবিধি।এদের নেতৃত্বে ছাতকসহ সিলেট বিভাগীয় শহরে আন্তঃজেলা ডাকাত দলের সি‌ন্ডিকেট স‌ত্রিুয় সদস‌্য হিসাবে ডাকা‌তি একা‌ধিক ঘটনায় ঘ‌টিয়েছে বলে পু‌লিশ নি‌শ্চিত করেছেন।

এব্যাপারে ও‌সি মাহবুবুর রহমান এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন ওরা আন্তঃজেলা ডাকাত দলের স‌ত্রিুয় সদস‌্য বলে জা‌নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাতকে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

ছাতকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার করেছে পু‌লিশ।
(গত ১৩ জানুয়ারি) শুত্রুবার সকালে উপজেলার পৌর শহরে এস আই আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে ছাতক পৌর শহরে ভোর রাত ০৫.০০ ঘটি কার সময় বাশখলা এলাকা থেকে এক বিশেষ অ‌ভিযান চা‌লিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার করেছে থানা পু‌লিশ। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার পৌর শহরে বাশখলা গ্রামের আরব আলীর পুত্র সালাম(২৫),একই গ্রামের আকবর আলীর পুত্র কাশেম(২৬), একই গ্রামের ফজর আলীর পুত্র লেচু মিয়া(৩২),কে পু‌লিশ
গ্রেপ্তার ক‌রতে সক্ষম হয়েছেন। পু‌লিশ সুত্রে জানায়,গ্রেপ্তারকৃত তিন ডাকাত‌ দলের সদস্যদের বিরুদ্ধে রয়েছে, বিদ্যুৎ এর এঙ্গেল চুরির এবং খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ ।মামলা নং-৪(০১)২০২৩, ধারাঃ ৩৭৯ দণ্ডবিধি।এদের নেতৃত্বে ছাতকসহ সিলেট বিভাগীয় শহরে আন্তঃজেলা ডাকাত দলের সি‌ন্ডিকেট স‌ত্রিুয় সদস‌্য হিসাবে ডাকা‌তি একা‌ধিক ঘটনায় ঘ‌টিয়েছে বলে পু‌লিশ নি‌শ্চিত করেছেন।

এব্যাপারে ও‌সি মাহবুবুর রহমান এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন ওরা আন্তঃজেলা ডাকাত দলের স‌ত্রিুয় সদস‌্য বলে জা‌নিয়েছে।