ছাতকে আওয়ামী লীগ নেতা রেজার মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৩:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাভাষীদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও আগামী উপজেলা পরিষদের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ এবং সালিশ ব্যক্তিত্ব আওলাদ আলী রেজা।
তিনি ছাতকে উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের বাসিন্দা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি লিখেছেন, আজ মহান ২১শে ফেব্রুয়ারি। এ দিনটি সকল বাংলা ভাষাভাষীদের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। এ দিনটি বাঙালীদের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে আছে।
তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকতসহ অনেকেই। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বিবৃতিতে তিনি, রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবসে ভাষা আন্দোলনে প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাভাষী ও পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীকে ভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান।