চেয়ারম্যান মেধায় উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সিরতা ইউনিয়নের চিত্র
- আপডেট সময় : ০৩:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লাগছে। উপজেলার চরাঞ্চল এলাকা হওয়ায় ইউনিয়নটি দীর্ঘদিন অবহেলিত থাকলেও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ নেতৃত্বে রাস্তাঘাট, ব্রিজসহ ব্যাপক উন্নয়ন হচ্ছে। দিনদিন পাল্টে যাচ্ছে ওই ইউনিয়নের চিত্র। দুর্ভোগ লাঘব হচ্ছে জনগণের।
কোনাপাড়ার কটিয়ার মোড় হইতে কোনাপাড়া খালেকের মোড় পযন্ত ২০০০ মিটার রাস্তার সংস্কার
রাস্তা কারপেটিং কাজ চলমান রয়েছে। এর ব্যায় ধরা হয়েছে প্রায় দেড়কোটি টাকা প্রায়। সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ কাজের গুনগত মান যাচাই-বাছাই করতে নিয়মিত পরিদর্শন করছেন।
জানা গেছে, উপজেলার মধ্যে সব চেয়ে অবহেলিত ছিল সিরতা ইউনিয়ন। দীর্ঘদিনেও তেমন কোনো উন্নয়নের ছোঁয়া না লাগার কারণে রাস্তাঘাটের দুর্ভোগে চরম ভোগান্তির শিকার হয়েছে ওই এলাকার মানুষ। তবে এখন আর সিরতাবাসীর কোনো দুর্ভোগ নেই।
পাল্টে যাচ্ছে ওই ইউনিয়নের চিত্র।
স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন এর সার্বিক সহযোগিতায় বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ দিনরাত পরিশ্রম করে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে রাস্তা কার্পেটিং সলিং, ব্রিজ করে তার ইউনিয়নের জনগণের দুর্ভোগ লাগব করেছেন। এছাড়াও ইউনিয়নে গরিব অসহায়দের সরকারি সুয়োগ সুবিধা ছাড়াও ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সিরতা ইউনিয়নকে করা হচ্ছে দারিদ্র্যমুক্ত। ইউনিয়নের বিভিন্ন উন্নয়নকাজ দেখলে মনে হয় সিরতা ইউনিয়ন একটি মডেল।
স্থানীয় ছাত্রনেতা মাসুদ রানা বিজয়,যুবমেতা হেলালসহ অনেকে জানান- বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ দিনরাত পরিশ্রম করে ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলার চেষ্টা করছেন। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় তাকেই এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ জানান, ইউনিয়নবাসীর জন্য যা প্রয়োজন তা করেছেন। আরও করবেন। তিনি তার জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত জনগণের পাশে থাকবেন বলেও তিনি জানান।