ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ৯০ বার পড়া হয়েছে

৩২ রানের জয়ে চেন্নাই ও গুজরাট টাইটানস-দুই দলকেই টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল রাজস্থান রয়্যালস।

আট ম্যাচে চেন্নাই ও রাজস্থান দুই দলই জিতেছে সমান পাঁচ ম্যাচ, তবে রান রেটে এগিয়ে রাজস্থান। এ হারের পর এক থেকে চেন্নাই নেমে গেছে তিন নম্বরে, গুজরাট আছে দুইয়ে।

২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজস্থান বোলারদের চাপের মুখে পড়েন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে ওঠে মাত্র ৪২ রান। চেন্নাই ওপেনার ডেভন কনওয়ে এদিন তার ইনিংসের কোনো কুলকিনারাই খুঁজে পাননি। করেছেন ১৬ বলে মাত্র ৮ রান। যদিও একদিকে সাবলীল ব্যাটিংটা চালিয়ে যাচ্ছিলেন গায়কোয়াড়। এই ওপেনার করেন ২৯ বলে ৪৭ রান।

মঈন ও দুবের ২৫ বলে ৫১ রানের জুটিতে কিছুটা আশা হয়তো পেয়েছিল চেন্নাই, তবে শেষ পর্যন্ত সেটি ব্যবধানই কমাতে পেরেছে শুধু। ১৫তম ওভারে ব্যক্তিগত ২৩ রানে জাম্পার বলে মঈন আউট হলে ম্যাচ পরিণত হয় আনুষ্ঠানিকতায়। এই নিয়ে সর্বশেষ সাতবারের দেখায় ছয়বারই চেন্নাইকে হারাল রাজস্থান। অশ্বিন ও জাম্পার মিলে নেন ৫ উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চেন্নাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান

আপডেট সময় : ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

৩২ রানের জয়ে চেন্নাই ও গুজরাট টাইটানস-দুই দলকেই টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল রাজস্থান রয়্যালস।

আট ম্যাচে চেন্নাই ও রাজস্থান দুই দলই জিতেছে সমান পাঁচ ম্যাচ, তবে রান রেটে এগিয়ে রাজস্থান। এ হারের পর এক থেকে চেন্নাই নেমে গেছে তিন নম্বরে, গুজরাট আছে দুইয়ে।

২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজস্থান বোলারদের চাপের মুখে পড়েন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে ওঠে মাত্র ৪২ রান। চেন্নাই ওপেনার ডেভন কনওয়ে এদিন তার ইনিংসের কোনো কুলকিনারাই খুঁজে পাননি। করেছেন ১৬ বলে মাত্র ৮ রান। যদিও একদিকে সাবলীল ব্যাটিংটা চালিয়ে যাচ্ছিলেন গায়কোয়াড়। এই ওপেনার করেন ২৯ বলে ৪৭ রান।

মঈন ও দুবের ২৫ বলে ৫১ রানের জুটিতে কিছুটা আশা হয়তো পেয়েছিল চেন্নাই, তবে শেষ পর্যন্ত সেটি ব্যবধানই কমাতে পেরেছে শুধু। ১৫তম ওভারে ব্যক্তিগত ২৩ রানে জাম্পার বলে মঈন আউট হলে ম্যাচ পরিণত হয় আনুষ্ঠানিকতায়। এই নিয়ে সর্বশেষ সাতবারের দেখায় ছয়বারই চেন্নাইকে হারাল রাজস্থান। অশ্বিন ও জাম্পার মিলে নেন ৫ উইকেট।