ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

চীনের পূর্বাঞ্চলে নানজিংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪৪ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক সংবাদ সম্মেলনে দেশটির কর্মকর্তারা বলেছেন, নানজিংয়ের ইউহুয়াতাই জেলায় শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড হয়েছে। ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে ইলেক্ট্রিক বাইক রাখা ছিল।

কর্মকর্তারা জানান, সকাল ৬টার মাঝেই আগুন নিভিয়ে ফেলা হয়, আর উদ্ধার তৎপরতা শেষ হয় দুপুর ২টার দিকে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

অগ্নিকাণ্ডের বেশকিছু ফুটেজ চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। একটিতে দেখা যায় ভবনটির বেশ কয়েক তলায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। আগুনের ধোঁয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে দেখাই যাচ্ছে না। আরও কিছু ভিডিওতে দেখা যায় ভবনটির বিভিন্ন জায়গা দিয়ে গলগল করে বের হয়ে আসছে ধোঁয়া।

অগ্নিকাণ্ডে আহত ৪৪ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে একজনের অবস্থা আশংকাজনক, আরও একজন গুরুতর আহত।শহরের মেয়র চেন ঝিচাং নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, শিথিল নিরাপত্তা ব্যবস্থা এবং এর দুর্বল প্রয়োগের কারণে চীনে আগুন এবং অন্যান্য মারাত্মক দুর্ঘটনা সাধারণ ব্যবহার হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৫

আপডেট সময় : ১১:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

চীনের পূর্বাঞ্চলে নানজিংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪৪ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক সংবাদ সম্মেলনে দেশটির কর্মকর্তারা বলেছেন, নানজিংয়ের ইউহুয়াতাই জেলায় শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড হয়েছে। ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে ইলেক্ট্রিক বাইক রাখা ছিল।

কর্মকর্তারা জানান, সকাল ৬টার মাঝেই আগুন নিভিয়ে ফেলা হয়, আর উদ্ধার তৎপরতা শেষ হয় দুপুর ২টার দিকে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

অগ্নিকাণ্ডের বেশকিছু ফুটেজ চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। একটিতে দেখা যায় ভবনটির বেশ কয়েক তলায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। আগুনের ধোঁয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে দেখাই যাচ্ছে না। আরও কিছু ভিডিওতে দেখা যায় ভবনটির বিভিন্ন জায়গা দিয়ে গলগল করে বের হয়ে আসছে ধোঁয়া।

অগ্নিকাণ্ডে আহত ৪৪ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে একজনের অবস্থা আশংকাজনক, আরও একজন গুরুতর আহত।শহরের মেয়র চেন ঝিচাং নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, শিথিল নিরাপত্তা ব্যবস্থা এবং এর দুর্বল প্রয়োগের কারণে চীনে আগুন এবং অন্যান্য মারাত্মক দুর্ঘটনা সাধারণ ব্যবহার হয়ে দাঁড়িয়েছে।