সংবাদ শিরোনাম ::
চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫
আন্তর্জাতিক ডেস্কঃ
- আপডেট সময় : ১১:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক চালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন।
মঙ্গলবার (১২ নভেম্বর) চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।’