সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩১ পেট্রল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ
- আপডেট সময় : ০৫:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের একটি আম বাগান থেকে ৩১টি পেট্রল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ মার্চ) রাতে সোনামসজিদ বিওপির বটতলী এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে এসব পেট্রল বোমা উদ্ধার করা হয়।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোনামসজিদ বিওপি ব্যাটালিয়নের নেতৃত্বে বিশেষ টহল দল বটতলীর একটি আম বাগানে অভিযান চালায়। এসময় চোরাকারবারি সন্দেহে দুই ব্যক্তিকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৩১টি পেট্রল বোমা উদ্ধার করা হয়।