চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১০:১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের আসামী মোঃ আরিফ হোসেন এর বসতবাড়ী থেকে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের মোঃ মানারুল ইসলাম ও মাবিয়া বেগমের ছেলে মোঃ আরিফ হোসেন (৪৫)।
র্যাব-৫এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সদর কোম্পানী, র্যাব-৫ এর রাজশাহীর একটি অপারেশন দল ১১ মার্চ ২০২৩ ইং তারিখ শনিবার (১১ মার্চ) সকালে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের ধৃত আসামী মোঃ আরিফ হোসেন (৪৫), পিতা-মানারুল ইসলাম এর বসতবাড়ীতে সদর কোম্পানীর কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার এর নেতৃত্ব্বে্ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ৩৭০ (এক কেজি তিনশত সত্তর) গ্রাম হেরোইনসহ আসামী ১। মোঃ আরিফ হোসেন (৪৫), পিতা- মোঃ মানারুল ইসলাম, মাতা-মাবিয়া বেগম, সাং- দোভাগী, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।