ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে রবু হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জের ধরে ঘটিত হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া এলাকায় এই মানববন্ধন হয়।

এ সময় রানীনগর এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত রবিউল ইসলামের স্ত্রী আকলেমা বেগম, ছেলে জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাকারিয়া বাবলু, আনু প্রমুখ।

বক্তারা বলেন, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ২০২২ সালের ১২ জুলাই সন্ধ্যা ৬টায় রানীনগর হঠাৎপাড়ার রবিউল ইসলাম রবুকে নৃশংসভাবে হত্যা করে একই এলাকার নূরুল ইসলাম সাদ, আব্দুল গাফফার আলী সহ ১০ জন। কিন্তু ৮ মাস পার হলেও পুলিশ রবু হত্যার ১ ও ২ নং আসামিকে গ্রেফতার করতে পারেনি। বরং আসামিরা এলাকায় এসে মৃত রবুর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। আর তাই রবু হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে আগত এলাকাবাসী। মানববন্ধনে শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে রবু হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

পারিবারিক কলহের জের ধরে ঘটিত হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া এলাকায় এই মানববন্ধন হয়।

এ সময় রানীনগর এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত রবিউল ইসলামের স্ত্রী আকলেমা বেগম, ছেলে জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাকারিয়া বাবলু, আনু প্রমুখ।

বক্তারা বলেন, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ২০২২ সালের ১২ জুলাই সন্ধ্যা ৬টায় রানীনগর হঠাৎপাড়ার রবিউল ইসলাম রবুকে নৃশংসভাবে হত্যা করে একই এলাকার নূরুল ইসলাম সাদ, আব্দুল গাফফার আলী সহ ১০ জন। কিন্তু ৮ মাস পার হলেও পুলিশ রবু হত্যার ১ ও ২ নং আসামিকে গ্রেফতার করতে পারেনি। বরং আসামিরা এলাকায় এসে মৃত রবুর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। আর তাই রবু হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে আগত এলাকাবাসী। মানববন্ধনে শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।