চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা যুব মহিলা লীগ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় কর্মসূচি শুরু হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন।
এছাড়াও সভায় আরো আলোচনা করেন , জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারসহ অন্যরা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবু সুফিয়ান, জেলা মহিলা লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত) তাসলিমা বেগম, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আলো খাতুন, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তার, পৌর সংরক্ষিত নারী কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়াসহ অন্যরা।
আলোচনা শেষে পৌর আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা সহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।