ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেফতার চার

আতিকুল্লাহ আরিফ, চাঁপাইনবাবগঞ্জঃ
  • আপডেট সময় : ০৯:১৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি অপারেশন দল।

শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে বুপ্রেনরফিন ইনজেকশন ১৪০ পিস ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া এলাকার মৃত তৈমুর হোসেন মিশু মন্ডলের ছেলে নুরুল হুদা ওরফে দুরুল আমীন, একই ইউনিয়নের নামোচাকপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মাইমুল ইসলাম, একই ইউনিয়নের নামোচাকপাড়া এলাকার সুখোন মন্ডলের ছেলে মাসুদ রানা ও মৃত আব্দুল সামাদের ছেলে সেরাজুল ইসলাম।

মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক জান্নাতুন নাঈম আল ফেরদৌস, মামুনুর রশীদ, সিপাই মোঃ আরিফুল ইসলাম, মাহাতাব উদ্দীন, আবুল বাশার গাড়ী চালক আলমসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেফতার চার

আপডেট সময় : ০৯:১৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি অপারেশন দল।

শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে বুপ্রেনরফিন ইনজেকশন ১৪০ পিস ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া এলাকার মৃত তৈমুর হোসেন মিশু মন্ডলের ছেলে নুরুল হুদা ওরফে দুরুল আমীন, একই ইউনিয়নের নামোচাকপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মাইমুল ইসলাম, একই ইউনিয়নের নামোচাকপাড়া এলাকার সুখোন মন্ডলের ছেলে মাসুদ রানা ও মৃত আব্দুল সামাদের ছেলে সেরাজুল ইসলাম।

মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক জান্নাতুন নাঈম আল ফেরদৌস, মামুনুর রশীদ, সিপাই মোঃ আরিফুল ইসলাম, মাহাতাব উদ্দীন, আবুল বাশার গাড়ী চালক আলমসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খান।