চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও ৩৭ বোতল মদসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০১:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় কার্টন থেকে একটি বিদেশি পিস্তল ও ৩৭ বোতল মদসহ এক পথচারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ মে) রাতে সোনামসজিদ বিওপি টহল দল এ তল্লাশি অভিযান চালায়।
গ্রেফতার পথচারী প্রসেনজিৎ কর্মকার (৩০) জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুরের দ্বিজেন কর্মকারের ছেলে।
শনিবার (১১ মে) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অস্ত্র আসতে পারে এমন গোয়েন্দা তথ্যে রাস্তায় পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় একজন পথচারী মাথায় কার্টন নিয়ে কয়লাবাড়ি মোড় থেকে কানসাটের দিকে হেঁটে যাচ্ছিলেন। কয়লাবাড়ির তল্লাশিচৌকি পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার মাথায় থাকা কার্টনটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কায়দায় বহন করা ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৩৭ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।