চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১
- আপডেট সময় : ১০:১৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে রেসমা খাতুন (৭) নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোসলেমা খাতুন (১৫) নামে আরও একজন শিশু নিখোঁজ রয়েছে।
মৃত রেশমি চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের রেহসান আলীর মেয়ে। নিখোঁজ মোসলেমা খাতুন কটাপাড়া গ্রামের গুমানী হকের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা ফরিদ উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা ১১টায় নদীতে গোসল করতে গিয়ে দুইজন শিশু ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখু্জি করে রেসমাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। মোসলেমা নামে নিখোঁজ আরেক শিশুর সন্ধান করছে তারা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরেকজন শিশু। নিখোঁজ ওই শিশুকে উদ্ধার করতে পদ্মা নদীতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজ চালাচ্ছেন।