ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ২৩ জনের মনোনয়ন জমা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ২৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৯জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে ৭ জন মনোয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। আর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। মনোনয়নপত্র জামাদানকারী ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৫ জন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেন ৯ জন। এরমধ্যে আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ২ জন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম, জাকের পার্টির মো. আব্দুর রহিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন ৭ জন প্রার্থী।

তার হলেন, নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মু. গোলাম মোস্তফা বিশ্বাস (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির মো. মানিক, জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রশীদ এবং বিএনএফ মনোনীত প্রার্থী আজিজুর রহমান। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

তারা হলেন, নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, এনপিপি মো. নাহিদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী (আ.লীগ), বিএনএফ মনোনীত প্রার্থী কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত প্রার্থী বাবলু হোসেন।

জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, জেলার তিনটি আসনে ২৩জন তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। আগামী ১-৪ ডিসেম্বর বাছাই এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ২৩ জনের মনোনয়ন জমা

আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ২৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৯জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে ৭ জন মনোয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। আর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। মনোনয়নপত্র জামাদানকারী ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৫ জন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেন ৯ জন। এরমধ্যে আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ২ জন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম, জাকের পার্টির মো. আব্দুর রহিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন ৭ জন প্রার্থী।

তার হলেন, নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মু. গোলাম মোস্তফা বিশ্বাস (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির মো. মানিক, জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রশীদ এবং বিএনএফ মনোনীত প্রার্থী আজিজুর রহমান। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

তারা হলেন, নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, এনপিপি মো. নাহিদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী (আ.লীগ), বিএনএফ মনোনীত প্রার্থী কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত প্রার্থী বাবলু হোসেন।

জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, জেলার তিনটি আসনে ২৩জন তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। আগামী ১-৪ ডিসেম্বর বাছাই এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।