চাঁপাইনবাবগঞ্জের নিমতলা মোড়ে ককটেল নিক্ষেপ, শহরজুড়ে আতঙ্ক
- আপডেট সময় : ১০:২০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নিমতলা মোড়ে ৭-৮টি ককটেল মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে।
এসময় চারটি ককটেল বিস্ফোরণ হলেও রাস্তাসহ আশপাশে আরো ৩-৪টি তাজা কেকটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০ টার দিকে শহরের ম্যাথরপাড়া মোড়ের দিকে থেকে ১০-১২ জন কিশোর এক সাথে দলবেধে এসেই ককেটলগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়। এর পরপরই ইটপাটকেল মারা শুরু করে। এতে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এসময় সবাই তারাবির নামাজ পড়তে যাওয়ায় কেউ হতাহত হননি। তবে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা ঘটার অনেকক্ষণ পরে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আফজাল হোসেন জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাজা ৪ টি কেকটেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা ককটেলগুলো নিক্ষেপ করেছে এখনো জানা যায়নি। তবে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।