চবির দুই হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
দিনভর সংঘর্ষের পর মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে অভিযান চালিয়ে লোহার রড, স্টাম্প, হকিস্টিক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (০১ জুন) রাত ১২টার পর এ অভিযান চালানো হয়।
প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন ও পুলিশের সহযোগিতায় চবির শাহ আমানত ও শাহজালাল হলে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে এসব দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে চবির শাহ আমানত ও শাহজালাল হলে অবস্থানরত শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির অনুসারীদের প্রায় চার ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এসময় উভয়পক্ষের নেতাকর্মীদের চাপাতি, হকিস্টিক, পাইপ, রামদাসহ দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জনের মতো আহত হন।
সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তল্লাশি চালিয়েছি৷ তবে কাওকে আটক করা হয়নি। কিছু রড, স্টাম্প ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে৷