সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৯:১৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় একটি টায়ারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে দেওয়াট ব্রিজের নিচে একটি গোডাউনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শাহজাহান। তিনি বলেন, দেওয়ানহাট ব্রিজের নিচে একটা টায়ারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ পরে তদন্ত করে জানা যাবে।এরআগে গতকাল রাতে নগরের পাহাড়তলী বাজার বার কোয়ার্টার প্রিমিয়ার ব্যাংকের শাখার বিপরীতে বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।