সংবাদ শিরোনাম ::
ঘূর্ণিঝড় মোখা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:৫৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে।
শুক্রবার (১২ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।
এতে বলা হয়, বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৪ মের (রোববার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে।
এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের আগামী রোববারের পরীক্ষাও স্থগিত করা হয়।