গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর শাখায় সদস্যদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৯:৩৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
শীতের তীব্রতায় কাতর সারা দেশ। এমন অবস্থায় শীতবস্ত্র হাতে গ্রামাঞ্চলের গরীব -দু:খীদের পাশে দাড়িয়েছেন গ্রামীণ ব্যাংক। ব্যাংকটি দেশব্যাপী তাদের সংগ্রামী ( ভিক্ষুক) সদস্যদের মাঝে বিতরণ করছেন শীতবস্ত্র কম্বল। তারই অংশ হিসাবে গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের চাপাইনবাবগঞ্জ এরিয়ায়। অত্র এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকারের উপস্থিতিতে চাপাইনবাবগঞ্জ এরিয়ার শাখায় শাখায় চলছে কম্বল বিতরণ। গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর গোদাগাড়ী শাখায় ৮ জানুয়ারি বিকেল চারটায় সদস্যদের (ভিক্ষুক )মাঝে বিতরণ করেন কম্বল। এসময় সাধারীপাড়া গ্রামের সদস্য ফুলেরা বেগম এবং মনোয়ারা বেগম এর হাতে কম্বল তুলে দেন নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের চাপাইনবাবগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর শাখার শাখাব্যবস্থাপক মোঃ খন্দকার আব্দুর রহিম, সেকেন্ড অফিসার সুভাস চন্দ্র সরকার, রিপন রেজা চৌধুরী অফিসার, চাপাইনবাবগঞ্জ এরিয়া কর্মচারী সমিতির সভাপতি মোঃ নাহিদ কবির এবং বিশিষ্ট কবি,সাংবাদিক, মানবাধিকার কর্মী ও জাতীয় কবিতা মঞ্চ,রাজশাহী জেলা কমিটির সভাপতি কবি মুকুল হোসেন।
সংগ্রামী (ভিক্ষুক) সদস্যগণ কম্বল পাওয়ার পর প্রতিবেদককে বলেন আমরা খুব খুব খুশী।