গ্যাস-বিদ্যুতে আর কত ভর্তুকি দেওয়া যায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
উৎপাদন খরচের অর্ধেক মূল্যে বিদ্যুৎ দেওয়ার পরও সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে, যদি ক্রয়মূল্য যা হয় তা দিতে রাজি থাকেন। তা ছাড়া কত আর ভর্তুকি দেওয়া যায়?
রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নিজস্ব প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন প্রশ্ন রাখেন।
সরকার ব্যবসা-বাণিজ্য সহজ করতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্রয়মূল্য দিতে পারলে সরকারের পক্ষে সবক্ষেত্রে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।
শেখ হাসিনা বলেন, আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। আমাদের লক্ষ্যই ছিল প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। আমরা পৌঁছে দিয়েছি। জেনারেটরের ওপর যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স আমি প্রত্যাহার করে নিয়েছি। শিল্প-কলকারখানায় যাতে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সেই ব্যবস্থাও করে দিয়েছি। নিজেরা উৎপাদন করবেন, ব্যবহার করবেন এবং অন্যকেও দিতে পারবেন।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য যাতে ভালোভাবে চলে, যাতে বিনিয়োগ আসে সেই চেষ্টাই আমরা করি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন করতে এক কিলোওয়াটে খরচ হয় ১২ টাকা, সেখানে আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। তাতেই আমরা অনেক চিৎকার শুনি। ইংল্যান্ডে বিদ্যুতের দাম ১৫০ ভাগ বাড়িয়েছে, আমরা এখনো সেই পর্যায়ে যাইনি। তবে আমি আবারও বলব, গ্যাস-বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে, যদি ক্রয়মূল্য যা হয় তা দিতে রাজি থাকেন। তা ছাড়া কত আর ভর্তুকি দেওয়া যায়?