গোদাগাড়ীতে ৩২০ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৩:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে ৩২০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে চর কানাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিৎ করে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
তিনি জানান, রাজশাহী জেলার পুলিশ সুপারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই এনামুলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোদাগাড়ী চর কানাপাড়া এলাকায় শুক্রবার। বিকেলের দিকে অভিযান পরিচালনা করে।
এসময় মোসাঃ শিল্পী বেগম (৩০) স্বামী- মোঃ মাইনুল ইসলাম পিন্টু, সাং- চর কানাপাড়া ও মোঃ ফারুক (৩২) পিতা- মোঃ আঃ মান্নান সাং- চর আষাড়িয়াদহ (৪৬ পাড়া) দের হেফাজত থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে সন্ধার দিকে টুলুয়ারা বেগম (৫০) স্বামী- আব্দুর রশিদ, সাং- চর কানাপাড়া হেফাজত হতে ১২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া অভিযানের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলায় পলাতক আসামী করা হয়েছে, মাইনুল ইসলাম পিন্টু (৩৮) পিতা- মোস্তফা, মোঃ মোমিন (৩৫) পিতা- খোরশেদ, ডালিম (৩৮) পিতা- তৈয়ব আলী, তুহিন (৩৫) পিতা- মোমিন সর্ব সাং- চর কানাপাড়া, মিঠুন (৩৮) পিতা- তাহাসেন সাং- চর আষাড়িয়াদহ (চেয়ারম্যানপাড়া) সর্ব থানা- গোদাগাড়ী।
এ ঘটনায় জেলা ডিবির এসআই এনামুল বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক মামলা দায়ের করেন।