গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৮:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে দুই হাজার পিচ ইয়াবাসহ ফজলুল হক ওরোফে পান বাবু (৪০) নামের এক র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গত মঙ্গলবার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান জেলা ডিবি। গ্রপ্তারকৃত মাদক ব্যবসায়ী পান বাবু মহিষালবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই ইনামুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় সোমবার দিবাগত রাত দুই টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মহিষালবাড়ী (শিবসাগর) এলাকায় গ্রেপ্তারকৃত আসামীর বাড়ীর সামনে ফাঁকা জায়গায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় ফজলুল হক অরোফে পান বাবুকে দুই হাজার ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন।