গোদাগাড়ীতে ২দিনব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক কর্মশালা
- আপডেট সময় : ০৯:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গ্রাজুয়েট ও মধ্যম পযার্য়ের ৩০টি রক্ষাগোলা সংগঠনের ৪০জন নেতৃবৃন্দের অংশগ্রহণে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে ২দিনব্যাপী কর্মশালার প্রথম দিন রক্ষাগোলা নেতৃবৃন্দের স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সম্ভাব্য অভিযোজরে কৌশলগত পদক্ষেপ শির্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২১ মার্চ) অনুষ্ঠিত কর্মশালার আলোচ্যসূচি ছিল জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও জলবায়ু পরিবর্তনে বরেন্দ্র অঞ্চলে কি প্রভাব পড়ছে, জন-জীবনের ঝুঁকি, সংকট মোকাবিলায় সরকারী নীতি ও কৌশল, সংকট মোকাবিলায় ও অভিযোজনে সরকারের দপ্তর ও জনগনের করণীয়, দলীয় কাজ দুর্যোগ ম্যাপিং, মৌসুমি ক্যালেন্ডার, দুর্যোগের ত্রীবতা পরিমাপ, ঝুঁকি ম্যাপিং, এক্শান পরিকল্পনা ।
কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন সংস্থার মূল্যায়ন ও প্রতিবেদন কর্মকর্তা প্রদীপ মার্ডী, কর্মশালাটি পরিচালনা করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস এবং তাকে সহায়তা করেন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত মিলন।