সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ১ হাজার ৪৫ লিটার চোলাইমদসহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক//
- আপডেট সময় : ০৪:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ হাজার ৪৫ লিটার চোলাইমদসহ মজনু ইসলাম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি দল। আজ মঙ্গলবার বিকেল ৩টার সময় এ অভিযান চালায় র্যাব। আটক মাদক ব্যবসায়ী মজনু চাঁপাইনবাবগঞ্জের হরিপুর বাগানবাড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একিট দল আজ মঙ্গলবার বিকেল তিনটার সময় গোদাগাড়ী উপেজলার চিকনা ডাঙ্গাপাড়া (কুমারগাড়া) গ্রামের সুকলালের বাড়ীর দক্ষিনে ফাঁকা জায়গায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ১ হাজার ৪৫ লিটার চোলাইমদ, প্লাস্টিকের বালতি ৫টি, এ্যালুমিনিয়ামের পাতিল ৪টি, মাটির হাড়ি-৫টি উদ্ধার হয়। আটক করা হয় মজনু ইসলামকে।
পরে মজনুকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।