গোদাগাড়ীতে হেরোইনসহ ২ জন আটক

- আপডেট সময় : ১২:০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। গতকাল রবিবার বিকাল ৫ টা ৪০ মিনিটের সময় উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার মোঃ বাবলু হোসেনের ছেলে মোঃ আলামিন (২৮) ও একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ সুরমান আলী।
পুলিশ দুইজনকে আটক করতে পারলেও একজন পালিয়েছে। পালাতক মোঃ সিগবাতুল্লাহ ওরফে সাফি গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া এলাকার মোঃ আনারুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় হইতে জৈঠাবতলাগামী রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে ০৩ জন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন নিয়ে আমনুরার দিকে যাচ্ছে। আমতলী হঠাৎপাড়া এলাকায় পলিশ চেকপোস্ট বসালে মোটরসাইকেলটি ওই স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে মোটরসাইকেলে থাকা ০৩জন ব্যাক্তি দ্রুত মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০২জন ব্যক্তিকে আটক করে এবং আরেক জন পালিয়ে যায়। এরপর তাদের দেহ তল্লাশি করে দুইজনের কাছে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। যাহার অনুমানিক দাম প্রায় ছয়লক্ষ টাকা।