গোদাগাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারী আটক

- আপডেট সময় : ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম হেরোইনসহ রুমা খাতুন (৪২) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল । গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোদাগাড়াী উপজেলার কাদিপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব।
গ্রেফতারকৃত রুমা খাতুন গোদাগাড়ী উপজেলার কাদিপুর গ্রামের হযরত আলীর স্ত্রী। গ্রেফতার রুমা ও তার স্বামী হযরত আলী চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র্যাব।
আজ বুধবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার কাদিপুর গ্রামের মাদক ব্যবসায়ী হযরত আলী (৪৭) তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল হযরত আলীর বাড়ি ঘেরাও করে। এসম র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব রুমাকে আটক করে।
আটক রুমার বাড়ি তল্লাসী করে তার নিজ শয়ন কক্ষের ভিতরে থাকা প্লাস্টিকের র্যাকের ভিতরে পুরাতন মশারী দ্বারা প্যাঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য ২শ’গ্রাম হেরোইন, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড ০১টি উদ্ধার করে। পরে রুমা খাতুনকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।