গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

- আপডেট সময় : ১১:৫৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা কোচের ধাক্কায় ২ জন মটরসাইকেল আরোহী নিহত ও আহত হয়েছে ১ জন। আজ শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় উপজেলার রেলগেট কসাই পাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন সাদিকুল ইসলাম (৩৫), পিতা সাবের আলী ঘটনা স্থলে মারা । রাজ্জাক আলী (৪০) পিতা মৃত তুমির উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায়। গুরুতর আহত রায়হান (৩৫) পিতার লুৎফর রহমান। সকলেই তানোর উপজেলার চান্দুরা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহীর দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহীকে চাপাই থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থলেই সাদিকুল ইসলাম মারা যায়। এ সময় স্থানীয়রা গোদাগাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাজ্জাক আলী মারা যায়।