সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে যুবকের কারাদন্ড

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৩১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে কামাল হোসেন(৩৫) নামের এক যুবককে এক বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুইমাস কারাদন্ড প্রদান করেন ভ্রম্যমান আদালত। অভিযুক্ত কামাল সারাংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
সোমবার সকাল ৯টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মেডিক্যাল মোড়ে স্কুল ছাত্রীর ওড়না টেনে এবং অশ্লীল ভাষায় ব্যবহার করে যৌন হয়রানী করার সময় কামাল হোসেনকে স্থানীয় লোকজন ধরে পুলিশের কাছে দেয়া। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম যৌন হয়রানী করার অপরাধে তাকে এক বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুইমাস কারাদন্ড প্রদান করেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন,কারাদন্ডপ্রাপ্ত কামাল হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে।