গোদাগাড়ীতে বৃষ্টির জন্য ‘ইস্তিসকার’ নামাজ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুরে খোলা আকাশের নিচে সালাতুল ‘ইস্তিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটের সময় উপজেলার পিরিজপুর ফুটবল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন পিরিজপুর পশ্চিম পড়া দারুন নাজাত জামে মসজিদের ইমাম মাওলানা আহসান হাফিজ ।
নামাজে পিরিজপুর এলাকার সাধারণ মানুষ আগ্রহের সঙ্গে বৃষ্টি প্রার্থনার নামাজে অংশগ্রহণ করেন। এ সময় মুসল্লিরা নিজেদের পাপের জন্য তাওবা করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন। সালাত শেষে মানুষ দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন । বাংলাদেশে গত কয়েকদিন ধরে তীব্র গরম পড়ছে। বৃষ্টির দেখা যাচ্ছে না। সারা দেশের মতো অনাবৃষ্টি ও তাপদাহে পুড়ছে গোদাগাড়ী। তাই বৃষ্টির জন্য হাহাকার পড়েছে । বৃষ্টির পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে, আমের গুটি ঝড়ে পড়ছে। সকল প্রাণী এই তীব্র দাবদাহে ভীষণ কষ্ট ভোগ করছেন। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই সালাত আদায় করে মুসল্লিরা। উক্ত নামাজে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করতে দেখা গেছে। সেই সঙ্গে পৃথিবীর সকল মুসলমান যাতে ভালো থাকে সেই জন্য ও দোয়া করেন।