সংবাদ শিরোনাম ::
গুলিস্তান বিস্ফোরণ : বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। কেন এমন বিস্ফোরণ ঘটছে তা বিচার বিভাগীয় তদন্ত করে জাতিকে জানানো হোক।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে গুলিস্থানের বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এখানে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী রয়েছে। তবে তাদের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত করে এর কারণ অনুসন্ধান করে জাতিকে জানানো হোক।
এর আগে তিনি রাত ১০ টার দিকে গুলিস্থানের বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেন।