ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

গুলিস্তানে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে গেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। ইতোমধ্যে সেনাবাহিনীর ইউনিটটি বিস্ফোরণস্থলে পৌঁছেছে।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে ১২ সদস্যের মিলিটারি পুলিশ ও ডাক্তারসহ তিনটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের সময় গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে আটটার শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের প্রাণহানির তথ্য এসেছে। এছাড় আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের বেশিরভাগকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনার ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাব ও পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গেছেন। এছাড়াও পুলিশের একাধিক ইউনিটও ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুলিস্তানে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

আপডেট সময় : ০৪:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে গেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। ইতোমধ্যে সেনাবাহিনীর ইউনিটটি বিস্ফোরণস্থলে পৌঁছেছে।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে ১২ সদস্যের মিলিটারি পুলিশ ও ডাক্তারসহ তিনটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের সময় গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে আটটার শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের প্রাণহানির তথ্য এসেছে। এছাড় আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের বেশিরভাগকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনার ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাব ও পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গেছেন। এছাড়াও পুলিশের একাধিক ইউনিটও ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।